Breaking News
Welcome to my blog

Saturday, June 22, 2013

সচেতন হোন আর মোবাইল চুরি বন্ধ করুন ।

আমার হারানো মোবাইলটি এরকম ছিল। 
আমার হারিয়ে যাওয়া মোবাইলটি ।
গতকালকে আমার দুটি মোবাইল ফোনসেট চুরি হয়ে গেছে । এতে আমি ফেবুতে স্টাটাস দিয়েছিলাম সহযোগিতা চেয়ে। ছোটভাই Dinot আর Tuheen ভাই এগিয়ে এসে পরামর্শ দিয়ে সাহায্য করেছেন । তাদের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞ । এছাড়াও অনেকে ইনবক্সে মেসেজ পাঠিয়ে এবং কল করে পরামর্শ দিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি । আর অনেকে স্টাটাসটা দেখে গেছেন শুধু আর হেসেছেন কিংবা অনেককে চ্যাট করে মেসেজ পাঠিয়ে তারা রেসপন্স না করে উদাও হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই । :-) 

এবার আসি মূল আলোচনায় । গতকালকে ফোনগুলো চুরি যাওয়ার কারণে স্টাটাস দিয়েছিলাম বলে আমার অনেক বন্ধুর কাছে অর্থহীন মনে হয়েছে । বাংলাদেশের মত দেশে এর চেয়েও কত যে মূল্যবান জিনিস হারিয়ে যায় । হ্যাঁ অর্থমূল্যে মোবাইলগুলো অনেক কম হতে পারে কিন্তু এর ভিতরে মেমোরি কার্ডে যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলোর মূল্য তো অসীম । সেসব গুরুত্বপূর্ণ ও ব্যক্তিগত ফাইলপত্র যদি চোর মহাশয় খারাপ কাজে এমনকি আপনাকে ব্লাকমেইল করার কাজে ব্যবহার করে তখন কি হবে ? কাজেই এরকম ডিভাইস চুরি গেলে হেলায় উড়িয়ে দেয়ার মত বিষয় নয় । তাছাড়া চুরি ছিনতাইয়ের মত অন্যায়কে প্রশ্রয় দিলে সমাজে এসব বাড়বে বৈ কমবে না । কে জানে আগামীতে হয়তো আপনার গুরুত্বপূণ ডকুমেন্ট সম্বলিত হ্যান্ডসেটটিও চুরি বা ছিনতাইকারীর হাতে চলে যেতে পারে । সে সাথে তারা আপনাকে অনেক ক্ষতিও করতে পারে ডিভাইসে থাকা তথ্য ও ফাইলপত্র দিয়ে । কেননা চোর বা ছিনতাইকারীর উদ্দেশ্য সবসময় ডিভাইসটি বিক্রি করে অর্থলাভের চেষ্টা নাও হতে পারে । এমনও হতে পারে সে আপনার ব্যক্তিগত জীবনে আঘাত করার জন্য এমনটি করেছে । তখন কিভাবে ধরবেন সেই চোর বা ছিনটাইকারীকে ? গতকাল আমি চুরি যাওয়া বিষয়টি নিয়ে থানায় জিডি(General Diary) করতে গিয়েছিলাম । আর সেখানে আমি এরকম সেলফোন ব্যবহারের নিরাপত্তায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি যেগুলো আগে জানতে পারে চোরকে খুব সহজেই ধরতে পারতাম । সেগুলো কি ? হ্যাঁ বলছি । প্রত্যেক সেলফোনে একটি স্বতন্ত্র IMEI(International Mobile Equipment Identity) নাম্বার থাকে । যেটা সেলফোনের ভিতরে যেখানে ব্যাটারি জয়েন্ট করান সেখানে অথবা ক্রয়ের সময় সেলফোনের সাথে যে প্যাকেট কাগজপত্র ও বুকলেট পান সেখানেও পেতে পাতে পারেন । তবে অধিকাংশ মোবাইলে *#06# ডায়াল করলে জানা যায় । এই অদ্বিতীয় নাম্বারটি যদি আপনার জানা থাকে তাহলে আপনার মোবাইলটি হারিয়ে বা চুরি গেলে পুলিশকে জানালে তারা CDR(Call Detail Record/Criminal Detection Research) এর মাধ্যমে অপরাধীকে সনাক্ত করতে পারবে । এটি সম্ভব এমনকি চোর বা ছিন্তাইকারী অন্য যেকোন SIM(Subscriber Identity Module) চুরিকৃত ফোনসেটে ব্যবহার করলেও । কারণ যে SIM ব্যবহার হবে উক্ত চুরি যাওয়া সেটএ সেই সিম এর নেটওয়ার্ক সার্ভারে detection হয় ঐ IMEI নাম্বারটি । কাজেই যে সিম দিয়েই অপরাধী ফোনটি ব্যবহার করুক না কেন তখন তাকে ধরা সম্ভব । কিন্তু দুঃখের বিষয় আমি এ ব্যাপারে আগে জানতাম না বলেই জিডি করার সময় পুলিশকে দিতে পারিনি আমার চুরি যাওয়া ফোনসেটগুলোর IMEI নম্বরগুলো । এছাড়াও আপনি যদি চান আপনার হারিয়ে যাওয়া সেটকে অকেজো করতে অর্থাত্‍ কেউ যাতে আর ওই ফোনসেট ব্যবহার করে কথা বলতে না পারে তাহলে নেটওয়ার্ক সার্ভারগুলোতে ঐ IMEI নম্বরটি জানিয়ে দিতে পারেন তখন তারা উক্ত মোবাইল সেটটি "Blacklist" করে রাখবে । তখন ঐ মোবাইলটি দিয়ে আর কথা বলা যাবে না তারা যে সিমই ব্যবহার করুক না কেন । অতএব এখনই IMEI নম্বরটি লিখে রাখুন এবং নিজের নিরাপত্তা বিধানের পাশাপাশি অপরাধ দমনে সহায়তা করুন। (মোবাইল ব্যবহারে নিরাপত্তা বিষয়ে আরো জানতে Googe দাদু তো আছেই )


No comments:

Post a Comment

Designed By Published.. Blogger Templates