শুধু তুমি বদলাওনি, বদলেছি আমিও
বদলেছে কবিতার পঙতি, শিল্পীর তুলির আছড়ের ধরন
বদলেছে মেঠো পথ, রাখালের সুর
বদলেছে সব বদলেছে......।
বদলেছে সাহিত্যের রস, দৃষ্টিভঙ্গি ও রুচিবোধ
বদলেছে অনুভূতি, আগ্রহ, দর্শন ও যুক্তিবোধ
বদলেছে বিশ্বাস, আস্থা, নির্ভরশীলতার ধরন
বদলেছে শাসন, ত্রাসন ও নিয়ন্ত্রণ
বদলেছে সব বদলেছে......।
বদলেছে বন্ধন, মায়া মমতা, টান ও বিরহ
বদলেছে আবেগ, ভালোবাসা, রোমান্টিক ডায়লগ
বদলেছে ক্রিয়ার প্রতিক্রিয়া, সম্পর্কের সমীকরণ
বদলেছে বাহির-ভিতর, কঠিন-সহজ, সংজ্ঞার সংজ্ঞা
বদলেছে সব বদলেছে...... এমনকি বদলানোটাও বদলেছে।
১৫-১০-২০১৪ইং
বুধবার
বদলেছে কবিতার পঙতি, শিল্পীর তুলির আছড়ের ধরন
বদলেছে মেঠো পথ, রাখালের সুর
বদলেছে সব বদলেছে......।
বদলেছে সাহিত্যের রস, দৃষ্টিভঙ্গি ও রুচিবোধ
বদলেছে অনুভূতি, আগ্রহ, দর্শন ও যুক্তিবোধ
বদলেছে বিশ্বাস, আস্থা, নির্ভরশীলতার ধরন
বদলেছে শাসন, ত্রাসন ও নিয়ন্ত্রণ
বদলেছে সব বদলেছে......।
বদলেছে বন্ধন, মায়া মমতা, টান ও বিরহ
বদলেছে আবেগ, ভালোবাসা, রোমান্টিক ডায়লগ
বদলেছে ক্রিয়ার প্রতিক্রিয়া, সম্পর্কের সমীকরণ
বদলেছে বাহির-ভিতর, কঠিন-সহজ, সংজ্ঞার সংজ্ঞা
বদলেছে সব বদলেছে...... এমনকি বদলানোটাও বদলেছে।
১৫-১০-২০১৪ইং
বুধবার
No comments:
Post a Comment