Breaking News
Welcome to my blog

Wednesday, October 15, 2014

শুধু তুমি বদলাওনি

শুধু তুমি বদলাওনি, বদলেছি আমিও
বদলেছে কবিতার পঙতি, শিল্পীর তুলির আছড়ের ধরন
বদলেছে মেঠো পথ, রাখালের সুর
বদলেছে সব বদলেছে......।
বদলেছে সাহিত্যের রস, দৃষ্টিভঙ্গি ও রুচিবোধ
বদলেছে অনুভূতি, আগ্রহ, দর্শন ও যুক্তিবোধ
বদলেছে বিশ্বাস, আস্থা, নির্ভরশীলতার ধরন
বদলেছে শাসন, ত্রাসন ও নিয়ন্ত্রণ
বদলেছে সব বদলেছে......।
বদলেছে বন্ধন, মায়া মমতা, টান ও বিরহ
বদলেছে আবেগ, ভালোবাসা, রোমান্টিক ডায়লগ
বদলেছে ক্রিয়ার প্রতিক্রিয়া, সম্পর্কের সমীকরণ
বদলেছে বাহির-ভিতর, কঠিন-সহজ, সংজ্ঞার সংজ্ঞা
বদলেছে সব বদলেছে...... এমনকি বদলানোটাও বদলেছে।

১৫-১০-২০১৪ইং
বুধবার

No comments:

Post a Comment

Designed By Published.. Blogger Templates