Breaking News
Welcome to my blog

Saturday, October 18, 2014

অনুভূতি

তোমায় মিস করি যখন তখন,
কিন্তু দেখা হলে মুখে আসে না বচন...
এই দু;খ মনে মনে...
সুর হয়ে বেজে ওঠে ক্ষণে ক্ষণে....
কেন যে এমন হয়.....
মন নিজে নিজে কথা কয়..
মন চাহে চোখে চোখ রাখি....
তোমায় রোমাঞ্চের চাদরে ঢাকি..........
অথচ পারিনে করিতে কিছু......
সংকোচ টানে আমায় পিছু....
কি যে করি বলো না...
চুপ করে থেকো না....
চুপ করে আছো কেন, কিছু বলে যাও.....
ব্যাকুল মনের লেলিহান শিখা ত্বরা নিবে দাও.......৤

No comments:

Post a Comment

Designed By Published.. Blogger Templates