Breaking News
Welcome to my blog

Tuesday, November 22, 2011

পুনংচান

আগাজত্ পুনংচান কমলে উদিব
ঘুরঘুচ্ছ্যা কালা আন্ধার কমলে কাজেব।
শুনাজার ভুগনি গিরগিচ্ছ্যার কানুনি
কোন কিচ্ছু চুয়ত নলাগে বেগ আনুনি।
তলেদি ডাঙর জিনিশ উগুরে চিগন
কিচমিচ হ্ই যার দরে মোনপোগন।
মাঝে-মত্ত্যা পহর গরি চেরাক জ্বলন
থুত্ত্যার বুয়েরে বেগ লন্দভন্দ অহন।
কোন দেলে কোন কিত্ত্যাত জ্বলি নবাত্তন
লাগা দিইক্ক জ্বলিলেও ঝাদি মরি যাদন।
বাচ্ছে থেবং আর কয়দিন পুনংচানরে
নবারির রাগে আর থলবল্ল্যা মনরে।
অসিজির এই সময়ান আর থেব কধক
লুমিবগি কমলে ইদু পুনংচানর ছদক।
কাররে কিয়ে নদেগদন আন্ধারত্ আগন
কালা-রাঙায় জাগানি ভরেই ফেলাদন।
কিছু কিছু বাপ-ভেইয়ে চেনা-চেনি নঅদন
নিজর ফেজা নদিগি পরর ফেজা দেগদন।
দোলে ইক্কুনু থেবাত্তাই গেবং কার গান
কধু আগচ্ কমলে এহবে হাওজোর পুনংচান।
এহবে যেক্কে তুই ইদু পহর গরি আগাজ্চান
আন্ধার কাজেই দোল অহব সেক্কে আমা এ দেশ্চান।

No comments:

Post a Comment

Designed By Published.. Blogger Templates