বেহুব দুই- পদহুরে যে গরে ভুই।
বেহুব তিন-নিজরে যে গরে গিন।
বেহুব চার- নেইগুরি যে গরে বার।
বেহুব পাচ- মোগহদাই যে গরে বাস।
বেহুব ছয়- যে দোল মিলে লয়।
বেহুব সাত- যে খায় মোগর ভাত।
বেহুব আট- যে মোগত্তুন ন’পায় মাত।
বেহুব নয়- যে মিলে হুগুর অয়।
বেহুব দশ- বেহুপ্পই যে অয় পহ্চ।
দোল অয়ি! তবে ভাষাগত কারনে হিজু২ শব্দার্থ বুঝি ন পারং।
ReplyDelete