Breaking News
Welcome to my blog

Tuesday, November 11, 2014

মা দিবস এবং আমার না বলা কিছু কথা ।

আমার এই জীবনের শ্রেষ্ঠ আশ্রয় আমার মা৤
আজকে মে মাসের দ্বিতীয় রবিবার ১১ তারিখ মা দিবস । এই মা দিবসে অনেকে মাকে নিয়ে অনেক কিছু লিখছেন আলোচনা করছেন বিভিন্ন মিডিয়ায় । ফেইসবুকে মায়ের সাথে ছবি তুলে আপলোড করছেন অনেকে । আমার কাছে এবারের মা দিবসটি কেমন জানি শুকনো আর শুন্যবোধ হচ্ছে । কারণ বিগত ৩১ শে অক্টোবর আমার মা দীর্ঘ দুই বছরের অধিক সময় লিভার ক্যান্সারে ভোগার পর আমাদের ছেড়ে চলে যান চিরতরে । সেই সাথে আমাকে 'মা' নামক একটি শব্দের আবেগীয় উচ্চারণ থেকে সারাজীবনের জন্য বঞ্চিত করে যান । জানি আমি আর কখনো পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ 'মা' এর উচ্চারণ করতে পারবো না । মোবাইলে শুনতে পাবো না আর একটি অতি পরিচিত প্রিয় কণ্ঠস্বর। এটা ভাবলে বুকে এক পাথরের চাপ অনুভূত হয় । বলার ভাষা হারিয়ে ফেলি । তন্ময় হয়ে যায় হঠাত্‍ করে । কি ভাবি সেটাও জানি না । এখন আমার এমবিএ পরীক্ষা চলছে । প্রতি পরীক্ষায় মা আমার জন্য অষ্টশীল(বিকালে উপবাস থাকা) পালন করতেন যাতে আমি সুস্থ ও ভালোভাবে পরীক্ষাটা দিতে পারি । পরীক্ষার হল থেকে বের হলে প্রথমেই মাকে ফোন দিতাম আর মা জানতে চাইত পরীক্ষা কেমন দিয়েছি । প্রতিরাতে ঘুমানোর আগে মা ফোন দিয়ে খোঁজ নিতেন মশারী টানিয়েছি কিনা ।
ঠিকমত খাচ্ছি কিনা ঘুমাচ্ছি কিন । এখন আর এভাবে কেউ খবর নেই না। আমাকেও আর পরীক্ষার হল থেকে বের হয়ে রিপোর্ট করতে হয় না কেমন পরীক্ষা দিয়েছি । মায়ের কত ইচ্ছে ছিল আমাকে এমএ পাশ দেখার । কিন্তু সেটা দেখার তার সময় হলো না সেশনজট এবং ক্যান্সারের কারণে। মা যখন আমার কোলে ক্যান্সারের সাথে লড়তে লড়তে হেরে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পরেন তখনও আমার বিশ্বাস হয়নি যে মা আর আমাদের মাঝে নেই । মনে হচ্ছিল মা ঘুমিয়ে পরেছেন । ঘুম থেকে উঠেই আবার কমলার জুস খেতে চাইবেন । আমাকে ডাকবেন জুস বানিয়ে দিতে । তাই আমার কান্না আসেনি তখন । এর অনেকদিন পরে কেঁদেছি । কাঁদতে কাঁদতে এখন আর কান্না আছে না তাই কাঁদি না শুধু কথা বলতে পারিনা মায়ের কথা মনে পড়লে। কেমন জানি বুকটা ভারি লাগে শুধু । ইদানিং একটা বিষয় লক্ষ্য করছি নিজের মধ্যে সেটি হচ্ছে কারো মৃত্যুর খবর আমাকে আর তেমন আলোড়িত করে না । কেন জানি মনে হয় ঠিকই হয়েছে ।
Read more ...

আওজোবি

ফোদো: নেদত্তুন
স্ববন দেগেচ্‌ পরান মরে আহজি আনিদিচ্‌ মুওত্‌
নাগর কধায় কান ভরেই দিচ্‌ পাং যেন মুই সুওত্‌৤
রাগেচ টানি আহধত ধুরি বজং পদত্তুন
ভাজেই দিবে কোচপানালোই মন রিবেঙত্তুন৤
সবরক ফুলো সান্ন্যাগুরি বুগোত বাঝি থেচ
গদা জনম তর কোচপানার তুমবাচ্‌ ছিদি যেচ৤
কোচপানাগান সিগেয়োচ আর’ সিগেই যেচ
বেগ্‌ আহজিলেও তর জনমত মরে ন’হারেচ্‌৤
পুনংচান য়োই মন আগাশ্চান পহ্‌রগুরি দিচ্‌ তুই
চিত জুরানি তর আহজিবো  দেগং পারা মুই৤
নোনিয়ে সুরে গান শুনেনেই ঘুম আনিদিচ্‌ মরে
ধুরি রাগেচ শক্ত গুরি রোদ-বুয়ের আর ঝরে৤
নু’অ আমলির নু’অ ভাজে সাজেচ জীংকানি
ইক্কো মালাত গাদেই রাগেচ আমা মনানি৤
বারগী পেইগ অই মন আগাজত উরিচ ফাগুনে
দেগঙ পারা ঘুত্তে মুই মুরো তুগুনে৤
এদক্ক্যা গুরি মরে তুই নু’অ জনমত নেজেচ্‌
ঘুরি ঘুরি পিত্তিমিয়ান নু’অ রঙে তুই দেগেচ্‌৤
Read more ...

Saturday, October 18, 2014

অনুভূতি

তোমায় মিস করি যখন তখন,
কিন্তু দেখা হলে মুখে আসে না বচন...
এই দু;খ মনে মনে...
সুর হয়ে বেজে ওঠে ক্ষণে ক্ষণে....
কেন যে এমন হয়.....
মন নিজে নিজে কথা কয়..
মন চাহে চোখে চোখ রাখি....
তোমায় রোমাঞ্চের চাদরে ঢাকি..........
অথচ পারিনে করিতে কিছু......
সংকোচ টানে আমায় পিছু....
কি যে করি বলো না...
চুপ করে থেকো না....
চুপ করে আছো কেন, কিছু বলে যাও.....
ব্যাকুল মনের লেলিহান শিখা ত্বরা নিবে দাও.......৤
Read more ...

Wednesday, October 15, 2014

শুধু তুমি বদলাওনি

শুধু তুমি বদলাওনি, বদলেছি আমিও
বদলেছে কবিতার পঙতি, শিল্পীর তুলির আছড়ের ধরন
বদলেছে মেঠো পথ, রাখালের সুর
বদলেছে সব বদলেছে......।
বদলেছে সাহিত্যের রস, দৃষ্টিভঙ্গি ও রুচিবোধ
বদলেছে অনুভূতি, আগ্রহ, দর্শন ও যুক্তিবোধ
বদলেছে বিশ্বাস, আস্থা, নির্ভরশীলতার ধরন
বদলেছে শাসন, ত্রাসন ও নিয়ন্ত্রণ
বদলেছে সব বদলেছে......।
বদলেছে বন্ধন, মায়া মমতা, টান ও বিরহ
বদলেছে আবেগ, ভালোবাসা, রোমান্টিক ডায়লগ
বদলেছে ক্রিয়ার প্রতিক্রিয়া, সম্পর্কের সমীকরণ
বদলেছে বাহির-ভিতর, কঠিন-সহজ, সংজ্ঞার সংজ্ঞা
বদলেছে সব বদলেছে...... এমনকি বদলানোটাও বদলেছে।

১৫-১০-২০১৪ইং
বুধবার
Read more ...

Wednesday, October 8, 2014

কয়েক্কান বুড়োবুড়ি আমলর কধা বা দাগহ কধা(প্রবাদ)- Proverbs


১। ভাজগ্যত্তুন বুদ্ধি তিঙ্গুন বাড়ে, ঊজে ঊজে থেলে যমত্তুনো ছাড়ে- Safe bind, safe mind.
২। ঝাক্কুয়া অজায় বিনি মরে-Too many cooks spoil the broth.
৩। আন্ধারত ধান হুজানা- Beat about the bush.
৪। বালা ধারেলে বালা পায়, ধারেয়ে বালা কদু যায়- Tit for tat.
৫। উরেদে পেগে বাহত থাক্কে পেরপেরান- Morning shows the day.
৬। আদ্দান্যা খুমে ঢেল্গায় বেজ- Empty vessel sounds much.
৭। বেল' গরমত্তুন হুরলি গরম বেজ- All weeds grow apace.
৮। কয়েক্ক খাবে দেনা- To beat black and blue.
৯। অজল গাজত বুয়ের বেজ বাঝে- High winds blow on high hills.
১০। কানা খুমত পানি ঢালানা- To cast pearls before swine.
১১। রেত্তো বার' বজর- Tardiness.

Read more ...
Designed By Published.. Blogger Templates